করোনা
২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে ২১২৯ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আরও ২ হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৬ হাজার ৪৭ জনের মৃত্যু হয়েছে।
দেশটিতে আক্রান্তের সংখ্যা দিনকে দিন পাল্লা দিয়ে বেড়েই চলছে। এখন পর্যন্ত দেশটিতে ৬ লাখ ১৩ হাজার ৮৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৩৮ হাজার ৮২০ জন। তবে ১৩ হাজার ৪৭৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সব দেশের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। আর দেশটির ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে করোনার হানায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিউইয়র্ক অঙ্গরাজ্য।