সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত ৩২৫২ জনের মধ্যে ১০৪৯ জন বাংলাদেশি
সিঙ্গাপুরে নতুন করে আরো ৩৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৭১ জনই বাংলাদেশি। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে মোট ১০৪৯ জন বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক পরিসংখ্যান সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩২৫২ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১১ জন।
১৪ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে ৭০ বছর বয়স্ক একজন সিঙ্গাপুরীয়ান নাগরিকের মৃত্যু হয়। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে দশজনের মৃত্যু হয়েছে।