কালবৈশাখীর আঘাত হানতে পারে সিলেটে
সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজারসহ দেশের কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। ইতোমধ্যে সিলেটে প্রচন্ড বাতাস বইছে ও সুনামগঞ্জে ঝড় ও বৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বুধবার (১৫ এপ্রিল) ওয়েসাইটে প্রকাশিত পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস।
রাজশাহী বিভাগের জেলাগুলো, বগুড়া, পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, ময়মনসিংহ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা ও ঢাকার আশপাশের অঞ্চলগুলো অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্মুখীন হতে পারে। একই সঙ্গে সেই এলাকাগুলোর নদীবন্দরে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।