টাকা, ক্ষমতা কিচ্ছু না! বুঝিয়ে দিলো করোনাভাইরাস
লোকে বলে, “আই অ্যাম সুপ্রিম! আমার অনেক টাকা আছে! এ সব টাকা, ক্ষমতা কিচ্ছু না, বুঝিয়ে দিল এই করোনাভাইরাস, এই নববর্ষ। দু’জন আছেন— এক জন ঈশ্বর, আর এক জন প্রকৃতি। তারাই পারেন কিছু করতে।” করোনার ত্রাসে কাঁপতে থাকা এবারের অকাল পহেলা বৈশাখ নিয়ে কথাগুলো বলেছেন, ভারতের বাঙালি চলচ্চিত্র অভিনেতা প্রসেনজিৎ চট্টপাধ্যায়।
তার কথায়, পহেলা বৈশাখ বললে কত স্মৃতিই না মনে ভিড় করে। আজ সে সব কিছু নেই, সবকিছুই নিরানন্দ। কোনও দিন এমন পহেলা বৈশাখ কাটাতে হবে কল্পনাতেও আসেনি। শুধু বাঙালি হিসাবে নয়, গোটা দুনিয়াই আজ করোনা আতঙ্কে আছে উল্লেখ করে প্রসেনজিৎ বলেন, “অদেখা, অচেনা শত্রুর বিরুদ্ধে এ এক ভয়ংকর যুদ্ধ। টাকা, ক্ষমতা কিচ্ছু না। মানুষ এখন ঈশ্বরকেই ডাকছে। আর প্রকৃতির প্রতি শ্রদ্ধা বেড়েছে।”
“যে যে পেশাতেই থাকুক না কেন এ কঠিন লড়াই সবাইকে লড়তে হবে”, বলেন এই অভিনেতা। এ লড়াইয়ের অস্ত্র যে প্রেম আর মানুষের প্রতি ভালবাসা সে কথাও স্মরণ করিয়ে দিয়ে প্রসেনজিৎ বলেন, “সামনের মানুষটাকে নিয়ে ভাবতে হবে। প্রত্যেক মানুষ যদি এভাবে ভাবতে পারে, লড়াইটা সহজ হবে। এ ভালবাসাটা আমরা ভুলে গিয়েছিলাম। নিজেদের স্বার্থ নিয়েই এতদিন ছুটছি। ছুটেই যাচ্ছিলাম! এ বিশ্ব মহামারী আমাদেরকে বোধহয় এ ভালবাসা ফিরিয়ে দিল। মানুষকে বিশ্বাস করতে শেখাল এ বৈশাখ।”