ওসমানীর চিকিৎসক সেবিকা স্টাফসহ ৪৪ জন কোয়ারেন্টাইনে

করোনাভাইরাসে আক্রান্ত প্রসূতি নারীর সংস্পর্শে আসা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২০ চিকিৎসকসহ মোট ৪৪ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে চিকিৎসাধীন সুনামগঞ্জের এই নারীর করোনাভাইরাস সোমবার সনাক্ত হয়। এরপর ওই নারীর অস্ত্রোপচারসহ চিকিৎসার সাথে যুক্ত ৪৪ জনকে হোম কোয়ারেন্টিনে যাওয়ার নির্দেশ দেয় ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ। কোয়ারেন্টিনে যাওয়া সকলেই ওসমানী হাসপাতালের গাইনি বিভাগের দায়িত্বে ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট -এর সহকারী পরিচালক ডা: আনিসুর রহমান  জানান, ওই মহিলা ৪ দিন আগে ওই হাসপাতালে ভর্তি হয়ে একটি সন্তান প্রসব করেন।

আক্রান্ত নারীর স্বামী কিছুদিন আগে নারায়নগঞ্জ থেকে বাড়ি ফিরেছেন বলে জানা গেছে। এরপর তার করোনা উপসর্গ দেখা দিলে তার শরীরের স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা করা হয়। সোমবার সকালে তার করোনার পজিটিভ শনাক্ত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ