সিলেটের করোনা আক্রান্ত ব্যক্তি লাইফ সাপোর্টে
সিলটে করোনাভাইরাসে আক্রান্ত সেই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের লাইফ সাপোর্টে আছেন।
রোববার পর্যন্ত তার অবস্থা ভাল ছিল। কিন্তু আজ সোমবার (১৩ এপ্রিল) সকাল থেকে তার অবস্থা খারাপ হয়। এজন্য লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিসের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান ।
বর্তমানে তিনি ঢাকায় বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি আছেন৷
রোববার (৫ এপ্রিল) আইইডিসিআর থেকে ওই চিকিৎসকের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনিই সিলেটে প্রথম করোনা আক্রান্ত রোগী। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১১টার দিকে অ্যাম্বুলেন্স করে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয় ।