সর্বশেষ

ঘরে খাবার নেই, ৫ সন্তানকে নদীতে ফেলে দিলেন মা!

মহামারি করোনার বিস্তার ঠেকাতে দেশজুড়ে ২১ দিনের লকডাউন চলছে। এরই মধ্যে শনিবার লকডাউনের সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়িয়েছে নরেন্দ্র মোদির সরকার।

করোনা আতঙ্কের মধ্যে ভারতে নতুন খেতে না পেয়ে মারা যাওয়ার আতঙ্ক তৈরি হয়েছে। টানা গৃহবন্দী থেকে অসহায় হয়ে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা। অনেকের ঘরেই খাবার নেই। ঘটছে নানা হৃদয়বিদারক ঘটনা। সমস্যা কতটা চরমে পৌঁছেছে, তা আজকের এই ঘটনা প্রমাণ দিলো।

খবর পেয়ে পুলিশ উদ্ধারকাজ শুরু করেছে এবং ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, ওই নারীকে মানসিকভাবে অসুস্থ বলে মনে হয়েছে।

তবে ওই নারী জানান, তিনি দিনমজুর। লকডাউনের কারণে কাজ না থাকায় উপার্জন বন্ধ হয়ে গেছে। তাই তিনি এবং তার সন্তানরা খাবার পাচ্ছে না।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসর এক প্রতিবেদনে বলা হয়, লকডাউনে কারণে ঘরে খাবার না থাকায় পাঁচ সন্তানকে গঙ্গা নদীতে ফেলে দিয়েছেন এক মা! আজ রোববার ভারতের উত্তরপ্রদেশের ভডোহি জেলায় চমকে দেওয়ার মতো এই ঘটনাটি ঘটেছে।

50% LikesVS
50% Dislikes
এ বিভাগের অন্যান্য সংবাদ