এই মহামারিতেও পর্ন দেখার হার সবচেয়ে বেশি বেড়েছে ভারতে
বিশ্বে চলছে করোনাভাইরাসের মহামারী বাঁচা-মরা হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ৷ এর মধ্যেও থেমে ব্লু-ফিল্ম দেখা। এক সমীক্ষায় দেখা গেছে এই সময়ে সবচেয়ে বেশি পর্ন দেখছে ভারতীয়রা। লকডাউনে অবসর সময় পার করছেন পর্ন দেখে।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইট্টিনের খবরে বলা হয়, গত মাসে পর্নহাব ঘোষণা করে নিউইয়র্কে যারা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়ছেন তাদেরকে ৫০ হাজার সার্জিক্যাল মাস্ক উপহার দেওয়া হবে। তারা জানায়, করোনায় বিপর্যস্ত ইতালিবাসীর জন্য তাদের প্রিমিয়াম সেবা ফ্রি করে দেওয়া হয়েছে। বিশ্বের সমগ্র জায়গা থেকে তাদের এই প্রিমিয়াম সেবায় প্রবেশ করতে পারবেন বলেও জানানো হয়।
গত ২ এপ্রিল পর্নহাব তাদের ট্রাফিকের ডাটা প্রকাশ করে। এতে দেখা যায়, গত ২৫ মার্চ পর্নহাবে আগের তুলনায় ৫৫ দশমিক ৪ শতাংশ বেশি ভারতীয় প্রবেশ করেছেন। পরের দিন এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮৬ দশমিক ৪ শতাংশে। আর তার পরের দিন ২৭ মার্চ এ সংখ্যা দাঁড়ায় ৯৫ দশমিক ৩ শতাংশে।