মৃতের সংখ্যা এক লাখ নয় হাজার ছাড়ালো
প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এক লাখ নয় হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এ খবর জানিয়েছে।
সংস্থাটির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বে এক লাখ নয় হাজারে বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছে ১৭ লাখ ৭৮ হাজার ৮শ’র মতো। চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে উঠেছেন সাড়ে চার লাখের বেশি মানুষ ।
মৃতের সংখ্যায় ইতালিকে ছাড়িয়ে শীর্ষে উঠেছে এসেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৮ হাজার ৫৭৫ জন। আর মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইতালিতে মৃতের সংখ্যা ১৯ হাজার ৪৬৮ জন। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫২ হাজার ২৭১ জন।
তৃতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ১৬ হাজার ৩৫৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৮৫২ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। দেশটিতে আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৯৫৩ জন। এর মধ্যে ৩ হাজার ৩৪১ জনের মৃত্যু হয়েছে।
এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে শনাক্ত হয়েছেন ১৩৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬২১ জনে। মোট মৃত্যু ৩৪ জন।