ঘরে বসেই পালিত হলো পবিত্র শবে বরাত
যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত। তবে করোনাভাইরাস পরিস্থিতির এই সংকটকালীন সময়ে সিলেটের হজরত শাহ জালাল (র.) ও শাহপরান (র.) এর মাজার এবং মসজিদে প্রবেশাধিকার সংরক্ষিত হওয়ায় ঘরে বসেই ইবাদতে মশগুল ছিলেন সিলেটের ধর্মপ্রাণ মুসল্লিরা।
হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি বিশ্ব মুসলিম উম্মাহ শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করেন। মুসলিম সম্প্রদায়ের জন্য এ রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবে পরিচিত। মহিমান্বিত এ রজনীতে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশ্বের মুসলমানরা বিশেষ মোনাজাত ও দোয়া করেন।
এর আগে সিলেটের প্রধান দুটি মাজার বন্ধের সিদ্ধান্ত রাখা হয়। গতকাল বৃহস্পতিবার ও আজও শুক্রবার মাজার দুটোর প্রধান ফটক বন্ধ থাকবে।
নারী-পুরুষ-শিশু-বৃদ্ধসহ সর্বস্তরের মুসলমান কোরআন তেলাওয়াত, নফল নামাজ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের জন্য রাতে ইবাদত-বন্দেগীতে মশগুল ছিলেন। এ উপলক্ষে ধর্মপ্রাণ নারী-পুরুষরা নফল রোজাও পালন করেছেন। রাতব্যাপী ইবাদত, বন্দেগি, জিকির ছাড়াও এই পবিত্র রাতে মুসলমানরা মৃত পিতা-মাতা ও আত্মীয়-স্বজনসহ প্রিয়জনদের জন্যও করেছেন দোয়া।