২৪ ঘণ্টায় ফ্রান্সে ১৩৪১ জনের মৃত্যু
মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে নতুন করে আরো এক হাজার ৩৪১ জন মারা গেছেন। দেশটিতে মোট মৃতের সংখ্যা ১২ হাজারেরও বেশি ছাড়িয়েছে। আর আক্রান্ত হয়েছেন এক লাখ ১৭ হাজার ৭৪৯ জন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ২৩ হাজার ২০৬ জন। ফ্রান্সের স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানিয়েছে।
অপরদিকে ইতালিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৬৩৬ এবং মারা গেছে ১৮ হাজার ২৭৯ জন। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ২৮ হাজার ৪৭০ জন।