বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকবে হযরত শাহজালাল (র.) দরগাহ

আগামী ৯ ও ১০ এপ্রিল হযরত শাহজালাল (র.) এর দরগাহ বন্ধ থাকবে। পবিত্র শবে বরাতে জনসমাগম এড়াতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, বুধবার ও বৃহস্পতিবার কেউ দরগাহ এলাকায় প্রবেশ বা জিয়ারত করতে পারবেন না। দরগাহ মসজিদে বাইরের কেউ নামাজও আদায় করতে পারেবন না। শুক্রবার জুমার নামাজের সময়ও বাইরের মুসল্লীরা দরগাহ মসজিদে নামাজ আদায় করতে পারবেন না।

বুধবার হযরত শাহজালাল (র. )দরগাহ মাজারের গেটে একটি নোটিশ সাঠানো হয়েছে। নোটিশে বৃহস্পতি ও শুক্রবার দুই দিন গেট বন্ধ থাকবে বলে আদেশ জারি করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ