বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপর ক্ষেপেছেন ট্রাম্প
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) ওপর ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ এবং করোনা মহামারিতে ডব্লিওএইচও’র বাজে কার্যক্রমের অভিযোগ তুলে সংস্থাটিকে দেওয়া মার্কিন ফান্ড বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছেন তিনি।
ট্রাম্প বলেছেন, ডাব্লিউএইচও’র জন্য অর্থ খরচ বন্ধের দিকে এগোচ্ছি আমরা। আমরা শক্তিশালীভাবে সংস্থাটিকে অর্থায়ন বন্ধ করতে যাচ্ছি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিল গঠনে সবচেয়ে বেশি অর্থ দেয় যুক্তরাষ্ট্র। তবে এই মহামারিতে সংস্থাটি চীনের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছে বলে তহবিল গঠনে অর্থের যোগান বন্ধে কঠোর সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ট্রাম্প।