সর্বশেষ

লকডাউনে
সিগারেট কিনতে হেঁটে ফ্রান্স থেকে স্পেনের পথে যুবক

লকডাউন হয়ে গেছে বিশ্বের অনেক দেশ। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে অতিরিক্ত লাভের আশায় সিগারেট মজুত করতে চেয়েছিল এক ফরাসি যুবক। এজন্য সস্তায় অনেক সিগারেট কিনতে পাহাড় ডিঙিয়ে ফ্রান্স থেকে স্পেনের দিকে হাঁটছিলেন তিনি। আর এতেই ঘটে বিপত্তি।

আপাতত ভালো আছেন ওই যুবক। তবে লকডাউনের বিধি-নিষেধ না মানার অপরাধে তাকে ১২০ পাউন্ড জরিমানা করেছে ফ্রান্স প্রশাসন।

পিরেনিস পর্বত পেরিয়ে ফ্রান্স থেকে স্পেনে যাচ্ছিলেন ওই যুবক। গন্তব্য ছিল নিউ ক্যাটালোনিয়ার লা জাঙ্কারা। অনেকটা পথ অতিক্রম করলেও শেষ পর্যন্ত পিরেনিস পর্বত অতিক্রম করতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান তিনি। পরে তিনি এসওএস টেক্সট পাঠান উদ্ধারকারীদের কাছে।

50% LikesVS
50% Dislikes
এ বিভাগের অন্যান্য সংবাদ