আল্লামা শায়খে ইমামবাড়ী আর নেই
উপমহাদেশের বিশিষ্ট হাদীস বিশারদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, খলিফায়ে মাদানী শায়খুল হাদীস আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ী আর নেই। তিনি আজ রাত সাড়ে ১২টয় সময় নবীগঞ্জস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
মৃত্যুর সংবাদটি মরহুমের ছেলে মাওলানা ইমদাদুল্লাহ সিলেট রিপোর্টকে নিশ্চিত করেছেন। মৃুত্যুকালে ৪ ছেলে,২ মেয়ে সহ অসংখ্য ছাত্র,ভক্ত মুরিদান রেখে যান।
মৃত্যুকালে হযরতের বয়স হয়েছিলো ৯০ বছর।