জমি নিয়ে ‘ভুয়া সংবাদের’ জেরে এলাকার শান্তি নষ্টের চেষ্টা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের হলদিপুর গ্রামের একটি কবরস্থানের জমি নিয়ে সামাজিক মাধ্যমে ভুয়া সংবাদ প্রচারে এলাকার শান্তি বিনষ্ট হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায় একটি কুচক্রী মহল এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরী করতে একটি ‘ভুয়া সংবাদের’ জন্ম দিয়েছে। যা জগন্নাথপুর থেকে প্রকাশিত নামসর্বস্ব একটি অনলাইন পোর্টালে সংবাদ হিশেবে প্রচার করা হয়েছে, যার সত্যতা এলাকায় মিলেনি। ফলে গ্রামে একটি অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়েছে।

এই বিষয়ে হলদিপুর গ্রামের মিছবাহ চৌধুরী জানান, গ্রামের একটি কবরস্থান ও তৎসংলগ্ন মালিকানা জায়গার সীমানা নির্ধারক খুটি স্থাপন নিয়ে এলাকাবাসীর সাথে আমাদের একটি মিসআন্ডাস্ট্যান্ডিং হয়েছে, পরবর্তিতে এলাকার গণ্যমান্য পঞ্চায়েত ব্যক্তিবর্গ বিষয়টি সুষ্ঠু মিমাংশার দায়িত্ব নিয়েছেন। উক্ত বিষয়টির সত্যতা সম্পর্কে স্থানীয় আইন প্রশাসন, মূলধারার গণমাধ্যমকর্মী ও স্থানীয় সচেতন ব্যক্তিবর্গ অবগত আছেন।
কিন্তু তথাকথিত অনলাইন সামাজিক মাধ্যমে ‘ভুয়া সংবাদ’ প্রকাশ করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি কুচক্রী মহল। বিষয়টি আমাদের নজরে এসেছে, আমরা শীগগির এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

একই গ্রামের আলী আছগর চৌধুরী বলেন, সরকারি জায়গায় অবস্থিত পাবলিক কবরস্থান ও পার্শবর্তি মালিকানাধীন জায়গার মধ্যবর্তী ডিমার্কেশন তৈরীর ব্যাপারে আমরা এলাকাবাসী একমত, বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্য এলাকার পঞ্চায়েত মুরুব্বিগন দায়িত্ব নিয়েছেন, ইতোমধ্যে বিষয়টি স্থানীয় প্রশাসনও অবগত হয়েছেন। এবং অনেক গণমাধ্য ব্যক্তিত্বও বিষয়টি জানেন।
কিন্তু একটি ধূর্ত, বাচাল ও স্বার্থান্বেষী কুচক্রী মহল এলাকার শান্তি বিনষ্টের হীন পায়তারা আঁটছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমর ভিত্তিহীন ‘ভুয়া সংবাদ’ প্রকাশ করে এলাকায় বিশৃঙ্খলা ও উত্তেজনার জন্ম দিয়েছে। আমরা অতিসত্বর এই ব্যাপারে আইনের ধারস্ত হবো।

এদিকে ৭ই মার্চ মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ