সিলেটে করোনায় আক্রান্ত সেই চিকিৎসক হাসপাতালে

সিলেটে করোনা শনাক্ত হওয়া চিকিৎসকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নেয়া হয়েছে।

সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়েছে তাকে। তিনি ঐ হাসপাতালের ৮ নম্বর কেবিনে চিকিৎসাধিন রয়েছেন বলে জানা গেছে।

শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র বলেন, রাত ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি আইসোলশন সেন্টারে আছেন। তাকে অক্সিজেন দেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ