করোনায় মৃতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী বর্তমানে আজ বিকেল ৪টা পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন হাজার ৭০ হাজার ১৭২ জন। এছাড়া আক্রান্ত হয়েছে ১২ লাখ ৮২ হাজারের বেশি মানুষ।
সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ২ লাখ ৭০ হাজার।
করোনায় আক্রান্তের দিক থেকে বিশ্বের সব দেশকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে বর্তমানে ৩ লাখ ১১ হাজার ৬৩৭ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ হাজার ৪৫৪ জনের।