সর্বশেষ

যুক্তরাষ্ট্রে ৯ হাজার ছাড়িয়েছে মৃত্যু

করোনাভাইরাস সঙ্কট নিয়ে আরও একটি ভয়াবহ সপ্তাহ পার করলো যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ও মৃত্যু সমানতালে বেড়েছে।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য থেকে জানা যাচ্ছে, যুক্তরাষ্ট্রে করোনায় সবমিলিয়ে মারা গেছেন ৯ হাজার ৬১৮ জন। এদের মধ্যে সোমবার সকালেও সেখানে মারা গেছে দুইজন করোনা রোগী।

এছাড়া দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ লাখ ৩৬ হাজার ৮৩০ জন। এদের মধ্যে আজ সকালেই (৬ এপ্রিল) নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৫৭ জন।

যুক্তরাষ্ট্রে আক্রান্তের তুলনায় সুস্থ হওয়া মানুষের সংখ্যা খুবই কম। সেখানে রোববার পর্ন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মাত্র ১৭ হাজার ৯৭৭ জন। এখনও হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন ৩ লাখের বেশি করোনা আক্রান্ত রোগী। এদের মধ্যে ৮৭০২ জনের অবস্থা সঙ্কটাপন্ন। অর্থাৎ আগামীতে দেশটিতে করোনায় মৃত্যুর মিছিলে যোগ হচ্ছেন আরও কয়েক হাজার মানুষ।

50% LikesVS
50% Dislikes
এ বিভাগের অন্যান্য সংবাদ