সর্বশেষ

করোনা-থাবা এবার বাঘেও!

যুক্তরাষ্ট্রের ব্রঙ্কস চিড়িয়াখানার একটি বাঘের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে, যা দেশটির কোনো প্রাণীর মধ্যে বা অন্য যেকোনো স্থানে বাঘের শরীরে প্রথমবারের মতো করোনা সংক্রমণের ঘটনা।

যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মকর্তারা এবং চিড়িয়াখানা কর্তৃপক্ষ রবিবার বিষয়টি নিশ্চিত করেছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, নাদিয়া নামে ৪ বছর বয়সী একটি মালায়ান বাঘসহ অন্য আরও ৬টি বাঘ ও সিংহ অসুস্থ হয়ে পড়েছে। চিড়িয়াখানার এক কর্মচারীর মাধ্যমে বাঘ ও সিংহগুলো আক্রান্ত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর গত ১৬ মার্চ নিউইয়র্কে অবস্থিত ওই চিড়িয়াখানাটি বন্ধ ঘোষণা করা হয়। এরপর ২৭ মার্চ প্রথম একটি বাঘের মধ্যে করোনার লক্ষণ দেখা দেয়।

50% LikesVS
50% Dislikes
এ বিভাগের অন্যান্য সংবাদ