গাদ্দাফি উৎখাত করা লিবিয়ার নেতা করোনায় মৃত্যু
করোনার কাছে হার মানলেন লিবিয়ার দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত করা সাবেক প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিল। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৮ বছর। মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার দল ন্যাশনাল ফোর্সেস অ্যালাইয়েন্স (এনএফএ)।
গত ২১ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে কাইরোর গানজোরি স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। এর তিন দিন পর তার করোনা ধরা পড়ার কথা বলেছেন হাসপাতাল পরিচালক হিশাম ওয়াগদি।
২০১১ সালে বিপ্লবে যোগ দেওয়ার আগে গাদ্দাফি সরকারের অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন জিবরিল। বিদ্রোহী গ্রুপ জাতীয় অন্তর্বর্তী পরিষদের (এনটিসি) প্রধান ছিলেন। গাদ্দাফি সরকার উৎখাতে ও তাকে হত্যায় ন্যাটোকে সমর্থন দেয় তার অন্তর্বর্তীকালীন সরকার।