তাহিরপুরে ৭ দোকানীকে জরিমানা

সুনামগঞ্জের তাহিরপুরে সন্ধ্যা ৫টার পর দোকান খোলা রাখায় ৭টি দোকানীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা।

রবিবার উপজেলা বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে প্রশাসনের নির্দেশনা অপেক্ষা করে দোকান খোলা রাখায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জী ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে একটি পানের দোকান, একটি কসমেটিকস ও একটি স্যালুনসহ ৭ দোকানীকে ৫ হাজার ৯শত টাকা জরিমানা আদায় করেন।

এসময় তাহিরপুর থানা ওসি মোহাম্মদ আতিকুর রহমান, সিলেট সেনানিবাস ৪০ বীরের ক্যাপ্টেন শাহরিয়ার, বাদাঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ মো. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ