সিলেটে প্রথম করোনা আক্রান্ত শনাক্ত

সিলেটে প্রথম করোনাভাইরাস আক্রান্ত এক রোগী শনাক্ত করা হয়েছে।

সূত্রে জানা গেছে, আক্রান্ত ঐ ব্যক্তি পেশায় চিকিৎসক। সংক্রমণ প্রতিরোধে তার বাসাটি লকডাউন করা হয়েছে। ওই চিকিৎসকের করোনা উপসর্গ দেখা দিলে তার স্যাম্পল ঢাকায় পাঠানো হয়। পরীক্ষায় রিপোর্ট পজেটিভ আসার পর পরই ডাক্তারসহ পরিবারকে লকডাউন ঘোষণা করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।

এ বিভাগের অন্যান্য সংবাদ