৬ হাজার মৃত্যু ২৪ ঘন্টায় !
নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮০ হাজার হয়েছে। আর শুক্রবার দিনগত রাত ১টা পর্যন্ত ৫৮ হাজার ছাড়াল মৃতের সংখ্যা ।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার্সের তথ্যানুযায়ী, গত বৃহস্পতিবার গোটা বিশ্বে ২৪ ঘণ্টায় এই ভাইরাসের সংক্রমণে প্রাণ গেছে ৫ হাজার ৯৭৫ জনের। যা বিশ্বময় করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর মৃত্যুর রেকর্ড। গতকাল শুক্রবারও রাত ৮টা পর্যন্ত বিশ্বজুড়ে এই ভাইরাসে ১ হাজার ৩শর বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
বৃহস্পতিবারও শীর্ষে ছিল ইউরোপের দেশগুলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কখনোই ইউরোপ এত প্রাণহানি দেখেনি।
এ ছাড়া এদিন স্পেনে ৯৬১, ইতালিতে ৭৬০, যুক্তরাজ্যে ৫৬৯, জার্মানিতে ১৭৬, বেলজিয়ামে ১৮৩, নেদারল্যান্ডসে ১৬৬, সুইজারল্যান্ডে ৪৮ জনসহ অন্য দেশগুলোতেও ব্যাপক প্রাণহাণি হয়েছে। গতকালও শেষ খবর পাওয়া পর্যন্ত এ প্রাণহানি অব্যাহত ছিল। ইউরোপের বাইরে এদিন এককভাবে প্রাণহানির দিক থেকে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। দেশটিতে বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ৯৬৮ জনের। স্থানীয় বিভিন্ন গণমাধ্যম বলছে, গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্র সময় দুপুর পর্যন্ত দেশটিতে আরও ৫ শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।