সর্বশেষ

৩১ হাজার পরিবারের মধ্যে সিসিকের খাদ্য সামগ্রী বিতরণ

সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে এ পর্যন্ত ৩১ হাজার ২০০ পরিবারকে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। প্রথম পর্যায়ে আরো ৩৮ হাজার ৪শ পরিবার পাবে এই খাদ্য সহায়তা।

এই খাদ্য ফান্ডের আওতায় সিলেট সিটি করপোরেশনের ২৭ টি ওয়ার্ডে ৬৯ হাজার ৬০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। প্রতিটি পরিবারে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, পিয়াজ ১ কেজি, আলু ২ কেজি, ১ লিটার তেল ও আধা কেজি লবন দেয়া হবে।

মেয়র আরিফুল হক চৌধুরীর আহবানে নিন্ম আয়ের শ্রমজীবি-কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান ৬০৩ বস্তা চাল, সাড়ে ৪ টন ডাল, ১ টন লবণ, আলু ১৫ টন, ৫ হাজার ৪০ লিটার তেল, পিঁয়াজ ৮ টন ও ৩০০০ পিস কাঁচা সাবান দিয়েছেন।

খাদ্য ফান্ডে যারা অনুদান দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

করোনা পরিস্থিতিতে সৃষ্ট খাদ্য সংকট মোকাবেলায় এ পর্যন্ত সিসিকের “খাদ্য ফান্ডে” নগদ ২৪ লাখ ৩০ হাজার টাকার অনুদান দিয়েছেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।

ইতিমধ্যে ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে ৩১ হাজার ২০০ পরিবারে পৌঁছে দেয়া হয়েছে এই খাদ্য সহায়তা। অব্যাহত রয়েছে খাদ্য সহায়তা পৌছানোর কাজ।

সিসিকের খাদ্য ফান্ডে যে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান নগদ অর্থ অনুদান দিয়েছেন তারা হলেন, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েন ইউকে- ৫ লাখ টাকা, মরহুম এম সাইফুর রহমানের পুত্র কায়সার রহমান ও জনাব সাফওয়ান চৌধুরী- ২ লাখ টাকা করে নগদ অনুদান দিয়েছেন। নগদ ১ লাখ টাকা করে অনুদান দিয়েছেন মো. আতাউল্লাহ সাকের, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে তাঁর উপদেষ্ঠা ড. এনামুল হক চৌধুরী, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা এম এ হক, বারাকা পাওয়ার লিমিটেড, ঠিকাদার অরুন দে, ঠিকাদার মো. হেলাল উ্িদ্দন, সিলটেক কন্সট্রাকশন ফার্ম ও মাহি উদ্দিন সেলিম।

খাদ্য ফান্ডে যে সব ব্যক্তি ও প্রতিষ্ঠান ৫০ থেকে ৬৫ হাজার টাকার মধ্যে বিভিন্ন অংকে নগদ অনুদান দিয়েছেন তারা হলেন, আফজাল রশিদ চৌধুরী, সিকন্দর ফাউন্ডেশন, হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল, হোটেল রোজ ভিউ, পানসী গ্রুপ, ইষ্টিকুটুম রেষ্টুরেন্ট, মৌলা বকস/করিম বকস-এর পক্ষে লুৎফুর রহমান সাধন, মো. খসরুজ্জামান, মিসেস রহিমা খাতুন, মো. এজাজ, মো. হুমায়ূন আহমদ ও এডভোকেট মোহাম্মদ লালা।

50% LikesVS
50% Dislikes
এ বিভাগের অন্যান্য সংবাদ