মুসলমানদের কটাক্ষ করলেন বিজেপি সভাপতি
মুসলমানদের কটাক্ষ করলেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘যারা আল্লাহর ভরসায় রয়েছেন, তারাই আক্রান্ত হচ্ছেন।’ বিজেপি পার্লামেন্ট সদস্যের এই মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।
মন্দির করোনাভাইরাস মোকাবিলায় সাহায্যের হাত বাড়ালেও মসজিদ সে অর্থে এগিয়ে আসেনি, এ বিষয়ে প্রশ্ন করা হলে বিস্ফোরক মন্তব্য করেন এই সাংসদ। তিনি বলেন, ‘যারা আল্লাহর দয়ায় সুস্থ হবেন বলছেন তারাই আক্রান্ত হচ্ছেন। মন্দির জমায়েত বন্ধ করলেও এগিয়ে আসছে না মসজিদ।’
পশ্চিমবঙ্গ থেকে ৭১ জন নিজামুদ্দিন মসজিদের সমাবেশে অংশ নিয়েছিলেন বলে সাংবাদ সম্মেলনে জানিয়েছেন রাজ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, ৭১ জনের মধ্যে ৫৪ জনকে এরই মধ্যে কোয়ারান্টিনে পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ৫৪ জনের মধ্যে ৪০ জনই বিদেশি।