সর্বশেষ

পহেলা বৈশাখের সব অনুষ্ঠান স্থগিত

এবারের পহেলা বৈশাখের সব অনুষ্ঠান স্থগিত করেছে সরকার। প্রাণঘাতি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জনসমাগম পরিহার করার লক্ষ্যে স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে বলা হয়, করোনার বিস্তাররোধকল্পে জনসমাগম পরিহার করার লক্ষ্যে আসন্ন ১ বৈশাখ ১৪২৭ বা এসময়ে সব ধরনের অনুষ্ঠান/কার্যক্রম (তিন পার্বত্য জেলার ‘বৈসাবি’সহ) স্থগিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে গত মঙ্গলবার সকালে জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

50% LikesVS
50% Dislikes
এ বিভাগের অন্যান্য সংবাদ