সিসিকের খাদ্য ফান্ডের খাদ্য বিতরণ শুরু

সিলেট সিটি কর্পোরেশনের খাদ্য ফান্ডের খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার রাতে নগরীর ১,২,৪ ও ২২ নং এই চারটি ওয়ার্ডে শ্রমজীবী ও কর্মহীন পরিবারের মানুষের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এ সময় চারটি ওয়ার্ডের প্রায় ৩৭০০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে চাল, পিঁয়াজ, আলু, তৈল, ডাল, লবন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, ২নং ওয়ার্ড কাউন্সিলর বিক্রম কর সম্রাট, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ সেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খান, ১২নং ওয়ার্ড কাউন্সিলর সিকন্দর আলী, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।

মেয়র আরিফুল হক চৌধুরী জানান, পর্যায়ক্রমে সিলেটের প্রায় ৬৭ হাজার পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ