ফের সুখবর সিলেটবাসীর জন্য

ফের সুখবর সিলেটবাসীর জন্য। করোনা সন্দেহে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হওয়া ৩ জনের শরীরে লক্ষণ পাওয়া যায়নি করোনার। এর আগেও একইভাবে ভর্তিকৃত রোগীদের পাঠানো রিপোর্টও করোনা ধরা পড়েনি।  

৩৬০ আউলিয়ার পূণ্যভূমি সিলেটে এই সুখবর ফের হয়েছে।

সিলেট জেলা সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল  জানান- ভর্তিকৃত ৩ জনের নমুনা সংগ্রহ করে রোববার ঢাকায় পাঠানো হয়। তাদের ৩ জনেরই করেনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তারা এখন অনেকটা সুস্থ।

এ বিভাগের অন্যান্য সংবাদ