মাধবপুরে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
হবিগঞ্জের মাধবপুরে সুবিধা বঞ্চিত ও স্বল্প আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ (সোমবার) সকাল থেকে সহকারী কমিশনার (ভুমি) আয়েশা আক্তার বাড়ি বাড়ি ও রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে উপজেলার ৩ টি ইউনিয়নের ( চৌমহনী, ধর্মঘর, বহরা ) ৬০ টি স্বল্পআয় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করেন।
সহকারী কমিশনার (ভুমি) আয়েশা আক্তার জানান, করোনা পরিস্থিতির কারনে কর্মহীন অসহায়, সুবিধা বঞ্চিত মানুষের মাঝে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় কৃর্তক বরাদ্দকৃত খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
এ সময় কারোনা প্রতিরোধে সবাইকে ঘরে থাকার জন্য পরামর্শ দেওয়া হয়। করোনা ভাইরাস বিষয়ে সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, হাটবাজারে সামাজিক দুরত্ব বজায়, জনসমাগম এড়িয়ে চলা, দ্রুত কাজ সেরে বাসায় ফেরা, অহেতুক ঘোরাফেরা না করা ,মুখে মাস্ক পরিধান করা, বার বার সাবান পানি দিয়ে হাত ধোয়া, করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য ঘরে থাকতে হবে এবং জনসমাগম এড়িয়ে চলতে পরামর্শ দেন ।