সর্বশেষ

শাহীন হত্যায় ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাসহ আটক ১

সিলেট নগরীর রায়নগরে পূর্ব শত্রুতার জেরে শাহীন ইসলাম (২৫) নামের ব্যক্তি ‍খুনের ঘটনায় ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করেছে ‍কতোয়ালি থানাপুলিশ। একই সঙ্গে থানা-দক্ষিণ সুনামগঞ্জ, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-সুবিদবাজার, বনকলাপাড়া বাসিন্দা মো: আকুল আলীর পুত্র মো: কায়েল আহম্মেদ আফছার (২০)-কে গ্রেফতার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন হাউজিং এস্টেট এলাকায় অভিযান পরিচালনা করে আফছারকে গ্রেফতার করে। 

নিহত শাহীন ইসলাম (২৫) এর ছোট ভাই লাহিন আহমদ বাদী হইয়া থানায় এজাহার দায়ের করলে কোতোয়ালি মডেল থানার মামলা নং-৫৩, তাং-২৮/০৩/২০২০খ্রিঃ, ধারা-ধারা-৩০২/৩৪ রুজু করা হয়। আটককৃত আসামী মো: কায়েল আহম্মেদ আফছার (২০)’কে আদালতে সোপর্দ হয়েছে।

50% LikesVS
50% Dislikes
এ বিভাগের অন্যান্য সংবাদ