হাত-পা বাঁধা লাশ উদ্ধার
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সুরমা নদীর বাঘা রুস্তুমপুর এলাকা থেকে শিকল বাঁধা অবস্থায় আনুমানিক৫০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
তাঁর এক পায়ে দেড় থেকে দুই হাত লম্বা শিকল বাঁধা ও শিকলে দুটি তালা ঝুলানো ছিল।
আজ সোমবার সকালে স্থানীয় লোকজন নদীতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেন।
লাশটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে গোলাপগঞ্জ থানাপুুুুলিশ।
পুলিশ জানায় লাশের পায়ে শিকল বাঁধা দেখে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ হতে পারেন। ময়না তদন্তের পর এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে বলে জানান ওসি।