সর্বশেষ

২৪ ঘন্টায় ইতালিতে আরও ৭৫৬ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৭৫৬ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৭৭৯ জন।

নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৫ হাজার ২১৭ জন। বর্তমানে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৯৭ হাজার ৬৮৯ জন।

ইতালির নাগরিক সুরক্ষা বিভাগ এ তথ্য জানিয়েছে। বিভাগটির তথ্য অনুযায়ী, দেশটিতে করোনায় আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাসায় ফিরেছে ৬৪৬ জন। এ মুহূর্তে মুমূর্ষু অবস্থায় আছে ৩ হাজার ৯০৬ জন। এর মধ্যে বৃহত্তর লোম্বার্দিয়ায় রয়েছে ১ হাজার ৩২৮ জন। রোববার একদিনে কেবল লোম্বার্দিয়ায় মারা গেছে ৪১৬ জন।

ইতালিতে গড়ে প্রতিদিন ২৪ হাজার ৫০৪ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছে ৪ লাখ ৫৪ হাজার ৩০ জনের।

50% LikesVS
50% Dislikes
এ বিভাগের অন্যান্য সংবাদ