সর্বশেষ

ইতালিতে ৫০ চিকিৎসকের প্রাণ কাড়লো করোনা

প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে ইতালিতে অন্তত ৫০ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন।

দেশটির সার্জন এবং ডেন্টিস্টদের জাতীয় ফেডারেশনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

তবে করোনায় ইতালিতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে লম্বার্ডি প্রদেশের মানুষ। আর সবচেয়ে বেশি চিকিৎসক এখানেই আক্রান্ত হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ইতালিতে ৮৮৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ২৩ জনে।

দেশটিতে মহামারি এ ভাইরাসে এখন পর্যন্ত ৯২ হাজার ৪৭২ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে মাত্র ১২ হাজার ৩৮৪ জন সুস্থ হয়েছেন। বাকি ৭০ হাজার ৬৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

50% LikesVS
50% Dislikes
এ বিভাগের অন্যান্য সংবাদ