সর্বশেষ

কে প্রথম করোনায় আক্রান্ত- পাওয়া গেল সন্ধান!

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের জেরে যেন মৃত্যু মিছিল চলছে ৷ ইতিমধ্যেই ৩০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায় ৷ চীনের ইউহান শহর থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস ৷ ইউরোপ ও আমেরিকা এর সবচেয়ে বড় শিকার হয়েছে ৷

তবে সম্প্রতি দাবি করা হচ্ছে যে বিশ্বে প্রথম যে ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তাকে খুঁজে পাওয়া গিয়েছে ৷ ইনি একজন মহিলা ৷ পেশায় মাছ বিক্রেতা ৷ শহরের মাছের বাজারে তিনি ছোট চিংড়ি মাছ বিক্রি করেন বলে জানা গিয়েছে ৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তার সংক্রমণ একদম ঠিক হয়ে গিয়েছে ৷

আমেরিকার ওয়াল স্ট্রীট জার্নাল-এর একটি রিপোর্ট অনুযায়ী, চীনের ইউহান শহরের বাসিন্দা ৫৭ বছরের এই মহিলাকে করোনা ভাইরাস সংক্রমণের মামলায় পেশেন্ট জিরো করা হয়েছে ৷ তিনিই প্রথম এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে মনে করা হচ্ছে ৷ আক্রান্ত হওয়ার পর বেশ কয়েকমাস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ৷ জানুয়ারি মাসে তিনি একদম সুস্থ হয়ে ওঠেন ৷ জানা গিয়েছে ১০ ডিসেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি ৷

মিরর-এ প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, প্রথমে মহিলা মনে করেছিলেন যে তার সাধারণ জ্বর হয়েছে ৷ সঙ্গে সর্দি ও কাশিও হয়েছিল ৷ স্থানীয় ক্লিনিক থেকে জ্বরের ওষুধ দেওয়া হয় ৷ ওষুধে কাজ না হওয়ায় হাসপাতালে যান মহিলা ৷ সেখানেও তার পরিস্থিতির উন্নতি না হওয়ায় ১৬ ডিসেম্বর ইউহানের সবচেয়ে বড় হাসপাতালে তাকে ভর্তি করা হয় ৷ এরপর জানা যায় ওই বাজারে যারা কাজ করে তাদের মধ্যে অনেকেই একই সমস্যা নিয়ে হাসপাতালে এসেছেন ৷ ডিসেম্বরের শেষে চিকিৎসকেরা এই বিষয়ে জানতে পারে এবং সবাইকে কোয়ারেন্টাইন করে দেওয়া হয় ৷

তবে করোনা পেশেন্ট জিরো নিয়ে এর আগে একাধিক দাবি করা হয়েছে ৷ অনেকে আবার দাবি করেছে যে কোভিড-১৯ এর প্রথম পেশেন্ট ১ ডিসেম্বর চীনের ইউহানে প্রকাশ্যে চলে এসেছিল ৷

১.১ কোটি জনসংখ্যা ইউহান শহর এতদিন লকডাউন থাকার পর শনিবার আংশিক ভাবে খোলা হয়েছে ৷ এই শহরে জানুয়ারি মাস থেকে লকডাউন শুরু হয়েছিল ৷

(আমাদের সময় অনলাইন)

50% LikesVS
50% Dislikes
এ বিভাগের অন্যান্য সংবাদ