এসএমপির উদ্যোগে জলকামান দিয়ে জীবাণুনাশক স্প্রে
করোনাভাইরাস সংক্রমণ রোধে নগরীর ব্যস্ততম রাস্তায় জলকামান দিয়ে জীবাণুনাশক স্প্রে করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
রোববার নগরীর চৌহাট্টা, লামাবাজার, দরগাগেইট, আম্বরখানাসহ গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং শহরের আশপাশের এলাকার সড়কে জলকামান দিয়ে জীবাণুনাশক ছিটানো হয়।
এছাড়াও জনসচেতনামূলক প্রচারণার অংশ হিসেবে মাইকিং করা হয়।
এসএমপি কমিশনারের নির্দেশে রাস্তাঘাট, মার্কেট প্লেস, জনসমাগণ এলাকায় করোনা ভাইরাসমুক্ত রাখতে জলকামান দিয়ে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে বলে জানান পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা।
উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম, অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর-অপরাধ) বিভূতি ভূষণ ব্যানার্জি, কোতোয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার নির্মলেন্দু চক্রবর্তী, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ প্রমুখ উপস্থিত ছিলেন।