ইরানে ২৪ ঘণ্টায় ১২৩ জনের মৃত্যু
প্রাণগাতি করোনা ভাইরাসে ইরানে গত ২৪ ঘণ্টায় ১২৩ জনের মৃত্যু হয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সর্বশেষ এই তথ্য জানিয়েছে গালফ নিউজ।
ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আলিরেজা রাইসি রবিবার বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৩ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এখন ২ হাজার ৬৪০ জন। এছাড়া দুর্ভাগ্যজনক ব্যাপার হলো যে, নতুন করে আরও ২ হাজার ৯০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
করোনা পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। করোনার ভয়াবহ পরিস্থিতিতেও মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইরানের নাভিশ্বাস উঠছে।
উল্লেখ্য, ২০১৯ সালের চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের ১৯৯ দেশ ও অঞ্চলে ছড়িয়ে গেছে কভিড-১৯। এতে আক্রান্ত হয়েছে ৬ লাখ ৭৭ হাজার মানুষ। মোট মৃত্যু হয়েছে ৩১ হাজার ৭৩৭ জনের। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে প্রায় ১ লাখ ৪৬ হাজার ৩০৩ জন মানুষ।