ছুরিকাঘাতে যুবক খুন
সিলেটে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মার্চ) বেলা ৩টার দিকে নগরের রায়নগরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত শাহীন ইসলাম (২৫) রায়নগর আবাসিক এলাকার মোতাকাব্বির ইসলামের ছেলে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বেলা ৩টার দিকে নিজ বাসার সামনে ওই যুবককে ছুরিকাঘাত করা হয়। তার শরীরে দুটি স্ট্যাবিং পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে এ হত্যাকান্ড সংগঠিত হয়েছে তা তদন্তের জন্য পুলিশ মাঠে নেমেছে। আশা করি অচিরেই তা উদঘাটিত হবে।’