সর্বশেষ

করোনায় আক্রান্ত স্পেনের উপ-প্রধানমন্ত্রী

স্পেনে এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সে দেশের উপ-প্রধানমন্ত্রী কারমেন ক্যালভো।তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল (২৫ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আরটি এ তথ্য জানিয়েছে।

উপ-প্রধানমন্ত্রী কারমেনের এর আগে একবার টেস্ট করা হলেও তখন করোনা ধরা পড়েনি। গত মঙ্গলবার আবারও তার রক্তের নমুনা পরীক্ষা করা হলে তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪৯ হাজার ৫১৫ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ৩ হাজার ৬৪৭ জন।

গত বছরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের প্রায় সকল দেশে ছড়িয়ে পড়েছে -১৯। এতে ইতালির পর সবচেয়ে বেশি মানুষ মারা গেছে স্পেনে।

এদিকে বিশ্বজুড়ে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৭২ হাজার ৭১৯ জন। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৩১৩ জনের। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ১ লাখ ১৪ হাজার ৯১১জন।

50% LikesVS
50% Dislikes
এ বিভাগের অন্যান্য সংবাদ