ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকীর ইন্তেকাল

বিশিষ্ট শিক্ষাবিদ, সিলেটের স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) জুবায়ের সিদ্দিকী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

আজ বাদ যোহর সিলেটের দরগাহ জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তাঁর পারিবার।

এর আগে হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে তাঁকে সিলেটের হার্ট ফাউন্ডেশনে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় বিকেলে নিয়ে যাওয়া হয় ঢাকার সিএমএইচ-এ।

তাঁর লাশ ঢাকা থেকে সিলেটে নেয়া হচ্ছে ।

৩২ বছরের সামরিক জীবনের ইতি টেনে ১৯৯৯ সালে অবসরে যান এই সামরিক কর্মকর্তা।

১৯৬৭ সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন জুবায়ের সিদ্দিকী। ব্রিগেডিয়ার জেনারেল হওয়ার পদে উন্নীত হয়ে অবসরে যান। ১৯৯৯ সালের জানুয়ারি মাসে ৩২ বছরের সেনাবাহিনী জীবনের ইতি টানেন তিনি। এরপর বাকিটা সময় শিক্ষকতার সঙ্গে জড়িয়ে ছিলেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ