ট্রেন চলাচল বন্ধ সন্ধ্যা থেকে

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সব ধরণের ট্রেন চলাচল। মঙ্গলবার সন্ধ্যা থেকে বন্ধ থাকবে ট্রেন চলাচল। দুপুরে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ তথ্য জানান।

কবে নাগাদ এ ট্রেন চলাচল বন্ধ থাকবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অনির্দিষ্টকালের জন্য এ ট্রেন চলাচল বন্ধ থাকবে।

এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে রেলওয়ের সব লোকাল ও মেইল ট্রেন বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে থেকে এসব ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ