ইতালিতে ৬ হাজার ৭৭ জনের মৃত্যু
ইতালিতে প্রাণঘাতি করোনায় ৬ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৬০২ জনের মৃত্যু হয়েছে। সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, ইতালিতে প্রাণঘাতী করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৬৩ হাজার ৯২৮ জন। গতকাল যা ছিল ৫৯ হাজার ১৩৮ জন। অর্থাৎ আক্রান্তের সংখ্যাও ৬০ হাজার ছাড়াল। খবর আল জাজিরার
গত শনিবার দেশটিতে রেকর্ড সর্বোচ্চ ৭৯৩ জন দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারান। রোববার মৃত্যুর সংখ্যা ছিল ৬৫১ জন। সোমবার আরও ৬০২ জন মারা গেলেন।
ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে করোনা সংকট নিরসনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া অব্যাহত রেখেছেন। প্রতিদিন জনগনকে সচেতন ও মনোবল বৃদ্ধি করতে ভাষণ দিচ্ছেন তিনি। পাশাপাশি গোটা ইতালিতে প্রশাসনের নজরদারি আরও বাড়ানো হয়েছে।
নভেল করোনাভাইরাস বিশ্বের ১৯৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে ১৬ হাজার ৫১৪ জনের।
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ড ও মিটারস এর তথ্য অনুসারে, এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ৭৬১ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১ লাখ ২ হাজার ৪২৯ জন।
করোনার উৎপত্তিস্থল চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা ইতালিতে। ইতালির পরেই রয়েছে স্পেন। সেখানে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ১৩৬ জন, মারা গেছেন ২ হাজার ৩১১ জন। অন্যদিকে, ইরানে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৪৯ জন, মারা গেছেন ১ হাজার ৮১২ জন।