নিষেধাজ্ঞা অমান্য, ৩ ব্যবসায়ীকে জরিমানা

সুনামগঞ্জের দিরাইয়ে নিষেধাজ্ঞা অমান্য করে রাতের বেলা দোকান খোলা রাখার দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার রাত ৯ টায় পৌরসদরের মধ্য বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ ।

এসময় মধ্যবাজারের শাওন গার্মেন্টস, শ্রীকান্ত স্যানিটারি স্টোর ও লিটন গার্মেন্টস নামক ব্যবসা প্রতিষ্ঠান খোলা দেখতে পেয়ে প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করে আদায় করা হয়। এসময় দিরাই থানার এস আই রুপক কর্মকার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ বলেন, করোনা ভাইরাস রোধে উপজেলা প্রশাসন ঘোষিত বিভিন্ন কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হলো, রাত ৮ টার মধ্যে নিত্যপণ্য ও ঔষধের দোকান ব্যতিত সকল দোকানপাট বন্ধ রাখা। এজন্য মাইকিং, ফেসবুকে প্রচারসহ মহাজন সমিতির মাধ্যমে প্রত্যেক ব্যবসায়ীকে নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশ অমান্য করে রাতের বেলা ৩ টি দোকান খোলা রাখায় তাদের জরিমানা করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ