খৎনায় জনসমাগম, জরিমানা
হবিগঞ্জের মাধবপুরে খৎনা অনুষ্ঠানের আয়োজন করা এক ব্যক্তিকে ১০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা প্রদান করা হয়।
জানা যায়, করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করে ওই গ্রামের কামাল মিয়া গরু জবাই করে ছেলের খৎনা অনুষ্ঠানে শতাধিক লোকের খাবারের আয়োজন করেন।
খবর পেয়েই ওই গ্রামের ছুটে যান উপজেলার সহকারী কমিশনার(ভূমি) আয়েশা আক্তার। এ সময় বন্ধ করে দেন অনুষ্টানটি।
এছাড়া একই ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে ওমান ফেরত মুবারক মিয়ার ছেলে জসিম মিয়া হোম কোয়ারেন্টাইনে না থাকায় তার কাছ থেকেও ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।