বিএনপির সাংগঠনিক কার্যক্রম বন্ধ
আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বিএনপির সাংগঠনিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২১ মার্চ) রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক এই সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।
এ সময়ের মধ্যে করোনা সচেতনতামূলক কার্যক্রম শুধু চলমান থাকবে।
রোবরার (২২ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্মসচিব রুহুল কবির রিজভী জানান, বিএনপির পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, দেশব্যাপী দলের সব পর্যায়ে চলমান কমিটি গঠন ও পুনর্গঠন কার্যক্রম আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।
এর আগে করোনাভাইরাসের কারণে কারাবন্দি চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১১ মার্চের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচিও বাতিল করেছিল দলটি।