শবে মেরাজের ইবাদত বাসায় করার অনুরোধ

করোনা সংক্রমণ রোধে শবে মেরাজের ইবাদত বাসায় করার আহ্বান জানিয়ে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ বলেছেন, ‘পরিস্থিতি বিবেচনায় আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে কোনও অনুষ্ঠানের আয়োজন করিনি। মুসল্লিদের কাছেও আহ্বান তারা যেন বাসায় নফল ইবাদত করেন। দেশের জন্য, সবার মুক্তির জন্য দোয়া করেন।’

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বলেন, সরকার গণজমায়েত করতে মানা করেছে। এ কারণে খুব জরুরি প্রয়োজন না হলে আমরাও কোনও মিটিং করছি না। এবার ইসলামিক ফাউন্ডেশন থেকে বায়তুল মোকাররমে কোনও আয়োজন নেই। মুসল্লিদের কাছে অনুরোধ, তারা যেন ফরজ নামাজ শেষ করে বাসায় নফল ইবাদত করেন।

তবে এ সংক্রান্ত কোনও অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেনি ইসলামিক ফাউন্ডেশন। এর আগে শুক্রবার বিজ্ঞপ্তিতে জুমার নামাজের জন্য বাসায় থেকে ওজু ও সুন্নত নামাজ পড়ে যেতে অনুরোধ করা হয়েছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ