মৃত্যুর রেকর্ড ইতালিতে, একদিনে ৭৯৩
করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ঘটছে এখন ইতালিতে। প্রাণঘাতী এ ভাইরাসে একদিনেই মারা গেছেন ৭৯৩ জন। যা আগের সব রেকর্ড ছাড়িয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৮২৫ জনে দাঁড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন সাড়ে ৬ হাজারের বেশি মানুষ।
ইতালিতে করোনা ভাইরাসে মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। শনিবার (২১ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা পর্যন্ত নতুন করে আরও প্রায় ৮০০ মানুষের মৃত্যু ঘটেছে ইতালিতে, যার বেশিরভাগই উত্তরাঞ্চলীয় শহরগুলোর অধিবাসী। এ যাবত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজারেরও অধিক।