সুনামগঞ্জে ৪০ দোকানিকে জরিমানা

বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করার দায়ে সুনামগঞ্জের ৪ টি উপজেলায় ৪০ দোকানিকে ১ লক্ষ ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সুনামগঞ্জের জগন্নাথপুর, তাহিরপুর, ধর্মপাশা ও দিরাই উপজেলায় ৪০টি দোকানকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন এসব উপজেলার নির্বাহী কর্মকর্তারা।

শনিবার পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বেশি দামে বিক্রি ও দোকানগুলোতে মূল্য তালিকা না থাকায় তাহিরপুর উপজেলার ২১ দোকানিকে ৪৭ হাজার, ধর্মপাশা উপজেলায় ৪ দোকানিকে ১৩ হাজার টাকা, জগন্নাথপুর উপজেলায় ৭ দোকানিকে ৩২ হাজার টাকা এবং দিরাই উপজেলার ৮ দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিত্য প্রয়োজনীয় দ্রবাদির অবৈধ মজুদ বা কৃত্রিম সংকট যাতে সৃষ্টি না হয় সেজন্য সকল দোকানিকে কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, করোনা ভাইরাসকে কাজে লাগিয়ে যেনো কোন অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় পণ্য সংকট সৃষ্টি করতে না পারে সেজন্য জেলার প্রত্যেক উপজেলায় অভিযান চালানো হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ