সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১২ জনের
ট্রাক ও যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। শনিবার রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা লবণবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ম্যাজিক (পিকআপ ধরনের) গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। লোহাগাড়ায় জাঙ্গালিয়া এলাকার চুনতি রেঞ্জ কার্যালয়ের সামনে সংঘটিত এই দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার অভিযান চলছে। এ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। সূত্র- প্রথম আলো