সিলেটের চার জেলায় সাড়ে ১৪শ’ হোম কোয়েরান্টইনে

সিলেট বিভাগের চার জেলায় ১৪৪৪ জনকে হোম কোয়ারেন্টাইনে (সঙ্গনিরোধ) রাখা হয়েছে। এদের মধ্যে সিলেটে ৬৪ জন, হবিগঞ্জে ৯১ জন, মৌলভীবাজারে ২৬ জন ও সুনামগঞ্জে ৪৬ জন।

সিলেটের বিভাগীয় কার্যালয়ের স্বাস্থ্য অধিদপ্তর সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে ২২৭ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বেশিরভাগই প্রবাস ফেরত। একই সাথে তাদের পরিবারের সদস্যরাও রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ